রেল [ rēla ] বি.
১. বাষ্পচালিত বা বিদ্যুত্চালিত যান (রেলে চড়া);
২. লৌহবর্ত্ম, রেলের লাইন।
[ইং. rail]।
রেলগাড়ি বি. রেললাইনের উপর দিয়ে চলে এমন বাষ্পীয় বা বিদ্যুত্চালিত যানবিশেষ।
রেলপথ বি. রেললাইন; রেলগাড়ি চলার পথ।
রেলযোগে ক্রি-বিণ. রেলগাড়িতে চড়ে বা চেপে।
রেললাইন বি. যে লোহার লাইনের উপর দিয়ে রেলগাড়ি চলে।
রেলস্টেশন বি. যাত্রী ও মালের ওঠা-নামার জন্য যে-স্হানে রেলগাড়ি থামে।
Leave a Reply