রুজু১ [ ruju ] বিণ. দায়ের, দাখিল, উপস্হাপিত (মামলা রুজু করা)।
[আ.]।
রুজু২ [ ruju ] বিণ.
১. খাড়া, সোজা (রুজু হয়ে দাঁড়ানো);
২. সম্মুখবর্তী;
৩. সমান, অনুযায়ী।
[সং. ঋজু]।
রুজু দেওয়া ক্রি. বি. হিসাবের কোনো দফাকে মূলের অনুযায়ী করা।
রুজুরুজু বিণ. পরস্পরের সম্মুখবর্তী, মুখোমুখি।
Leave a Reply