রুক্ষ [ rukṣa ] বিণ.
১. কর্কশ, খসখসে, অ-মসৃণ (রুক্ষ চর্ম);
২. তেলবর্জিত, অচিক্কণ (রুক্ষ কেশ);
৩. কঠোর, শ্রুতিকটু (রুক্ষ ভাষা);
৪. স্নেহবর্জিত, নিষ্ঠুর (রুক্ষ ব্যবহার);
৫. ক্রুদ্ধ, উগ্র (রুক্ষ মেজাজ);
৬. শক্ত, কঠিন (রুক্ষ মাটি);
৭. অসমতল, এবড়ো-খেবড়ো (রুক্ষ পথ)।
[সং. রুহ্ + স]।
বি. রুক্ষতা।
রুক্ষভাষী (-র্ষিন্) বিণ. কর্কশ ভাষা ব্যবহারকারী, কর্কশ ভাষায় কথা বলে এমন।
রুক্ষমূর্তি বিণ. ক্রদ্ধ চেহারাযুক্ত (‘ঘরের কর্ত্রী রুক্ষমূর্তি’: রবীন্দ্র)।
Leave a Reply