রাঙানো ক্রি. বি. ১. ক্রোধে রক্তবর্ণ করা (চোখ রাঙানো); ২. লাল রঙে রঞ্জিত করা; ৩. রঞ্জিত করা (কাপড় রাঙানো); ৪. আলোকিত বা উজ্জ্বল করা (পুবের আকাশ রাঙিয়ে সূর্য উঠল)। ☐ বিণ উক্ত সব অর্থে। Category: বাংলা অভিধান, রপূর্ববর্তী:« রাঙাআলুপরবর্তী:রাঙাবাস »
Leave a Reply