রাঙা [ rāṅā ] বিণ.
১. রক্তবর্ণ, লাল (রাঙা জবা, রাঙা চরণ);
২. ফরসা, গৌরবর্ণ (রাঙা বউ)।
[সং. রঙ্গ + বাং. আ]।
রাঙাআলু বি. লাল রঙের লম্বাটে এবং মিষ্টিস্বাদের কন্দবিশেষ।
রাঙানো ক্রি. বি.
১. ক্রোধে রক্তবর্ণ করা (চোখ রাঙানো);
২. লাল রঙে রঞ্জিত করা;
৩. রঞ্জিত করা (কাপড় রাঙানো);
৪. আলোকিত বা উজ্জ্বল করা (পুবের আকাশ রাঙিয়ে সূর্য উঠল)।
☐ বিণ উক্ত সব অর্থে।
রাঙাবাস বি. গেরুয়া বস্ত্র।
রাঙামাটি বি. গিরিমাটি।
রাঙামুলো বি.
১. লাল রঙের মুলো;
২. (আল.) সুদর্শন কিন্তু গুণহীন ব্যক্তি।
Leave a Reply