রাগ [ rāga ] বি.
১. রং, রঞ্জকদ্রব্য (রক্তরাগ);
২. রক্তিমা, লালবর্ণ (অরুণরাগ, তাম্বূলরাগে রঞ্জিত);
৩. প্রেম, অনুরাগ, প্রেমজ আসক্তি (পূর্বরাগ);
৪. (বাং.) ক্রোধ, রোষ (রাগ করা);
৫. সংগীতে স্বরবিন্যাসের ছয়টি মূল পদ্ধতি অর্থাত্ ভৈরব কৌশিক হিন্দোল দীপক শ্রী ও মেঘ;
৬. সংগীতের স্বরবিন্যাস-পদ্ধতি (কী রাগে গাইছে?)।
[সং. √ রঞ্জ্ + অ]।
রাগদ্বেষ বি. ক্রোধ ও হিংসা।
রাগপ্রধান বিণ. রাগাশ্রয়ী (রাগপ্রধান গান)।
রাগরাগিণী বি. সংগীতের রাগ ও রাগিণীসমূহ।
রেগে টং বিণ. প্রচণ্ড রেগে গেছে এমন।
Leave a Reply