রাক্ষসী বেলা – পনেরো ভাগে বিভক্ত দিনের শেষ তিন ভাগ, দিনের শেষ আড়াইঘন্টা কাল। Category: বাংলা অভিধান, রপূর্ববর্তী:« রাক্ষসীপরবর্তী:রাক্ষুসি »
Pranab Dev June 27, 2023 at 2:29 am দিবাভাগের শেষ দুই মুহূর্তকে রাক্ষুসী বেলা বলে। দিবাভাগ ১২ ঘন্টা ধরা হয় সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত। তাই, সূর্যাস্তের ২ মুহূর্ত অর্থাৎ ৪৮×২= ৯৬ মিনিট আগে থেকে সূর্যাস্ত পর্যন্ত সময়কে রাক্ষুসী বেলা বলে। Reply
Pranab Dev
দিবাভাগের শেষ দুই মুহূর্তকে রাক্ষুসী বেলা বলে। দিবাভাগ ১২ ঘন্টা ধরা হয় সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত। তাই, সূর্যাস্তের ২ মুহূর্ত অর্থাৎ ৪৮×২= ৯৬ মিনিট আগে থেকে সূর্যাস্ত পর্যন্ত সময়কে রাক্ষুসী বেলা বলে।