রাক্ষস [ rākṣasa ] বি.
১. পুরাণোক্ত ভীষণদর্শন নরখাদক জাতিবিশেষ, রক্ষ;
২. (ব্যঙ্গে) অতিমাত্রায় পেটুক ব্যক্তি।
☐ বিণ. রাক্ষসসম্বন্ধীয়, রাক্ষসোচিত।
[সং. রক্ষস্ + অ]।
স্ত্রী. রাক্ষসী।
রাক্ষসগণ বি. (জ্যোতিষ.) জাতকের ত্রিবিধ প্রকৃতির অন্যতম।
রাক্ষস বিবাহ – কন্যাকে অপহরণ করে বলপূর্বক বিবাহ।
রাক্ষসী বেলা – পনেরো ভাগে বিভক্ত দিনের শেষ তিন ভাগ, দিনের শেষ আড়াইঘন্টা কাল।
রাক্ষুসি – রাক্ষসী -র আঞ্চ. ও কথ্য রূপ।
রাক্ষুসে বিণ.
১. রাক্ষসের তুল্য ভয়ংকর (রাক্ষুসে কুকুর);
২. প্রচণ্ড, অত্যন্ত অধিক (রাক্ষুসে খিদে);
৩. মস্ত বড়ো, প্রকাণ্ড (রাক্ষুসে মুলো)।
Leave a Reply