রুগ্ণ [ rugṇa ] বিণ. ১. পীড়িত ২. রোগহেতু কাহিল (রুগ্ণ স্বাস্হ্য, রুগ্ণ চেহারা); ৩. যাকে টিকিয়ে রাখা যায় না, কাজ চালাতে অক্ষম (রুগ্ণ শিল্প)। [সং. √ রুজ্ + ত]। স্ত্রী. রুগ্ণা। বি. রুগ্ণতা। Category: বাংলা অভিধান, রপূর্ববর্তী:« রুখোপরবর্তী:রুগ্ণতা »
Leave a Reply