রেকর্ড [ rēkarḍa ] বি.
১. গ্রামোফোনের যে গোল চাকতিতে সংগীত ইত্যাদি ধৃত থাকে, ডিস্ক;
২. সর্বাধিক কৃতিত্ব বা সর্বাধিক কৃতিত্বপূর্ণ কাজ (একটা দারুণ রেকর্ড করেছে, তার রেকর্ড কেউ ভাঙতে পারবে না);
৩. সংরক্ষণ (কণ্ঠস্বর রেকর্ড করে রাখা)।
[ইং. record।
রেকর্ডপ্লেয়ার বি. গ্রামোফোন-যন্ত্র, যে-যন্ত্রে রেকর্ড-করা সংগীতাদি বাজিয়ে শোনা হয়।
Leave a Reply