‘-রা১ [ -rā ] বহুবচনসূচক বিভক্তিবিশেষ (ছেলেরা, পাখিরা)।
রা২ [ rā ] বি.
১. রব, ডাক (সব শিয়ালের এক রা);
২. মুখের আওয়াজ, কথা (মুখে রা নেই)।
[সং. রাব]।
রা করা, রা কাড়া ক্রি. বি. কথা বলা; কথার জবাব দেওয়া (কী ব্যাপার, রা কাড়ছ না যে?)।
রা সরা ক্রি. বি. বাক্যস্ফুর্তি হওয়া।
Leave a Reply