রাজনীতি [ rāja-nīti ] বি.
১. রাষ্ট্রশাসনের বা রাষ্ট্রপরিচালনার নীতি, politics;
২. (সং.) সাম দান ভেদ দণ্ড-রাজ্যশাসনের এই চতুর্বিধ উপায়।
[সং. রাজ ৪ +নীতি]।
রাজনীতিক বিণ.
১. রাজনীতিগত, রাজনীতিসম্বন্ধীয়;
২. রাজ্যশাসনঘটিত;
৩. রাজনীতিজ্ঞ।
☐ বি. রাজনীতিবিদ।
রাজনীতিজ্ঞ বিণ. বি. রাজনীতিশাস্ত্রে পণ্ডিত।
রাজনৈতিক বিণ. (বাং. প্রয়োগ) রাজনীতি-বিষয়ক।
Leave a Reply