রাগা [ rāgā ] ক্রি. রাগ করা, ক্রুদ্ধ বা. রুষ্ট হওয়া, চটে যাওয়া (রেগে আগুন)।
☐ বি. উক্ত অর্থে (এত রাগা ভালো নয়)।
☐ বিণ. উক্ত অর্থে। বাং. রাগা (রাগ + আ)।
রাগানো ক্রি. বি. ক্রুদ্ধ করা, ক্রোধ উত্পন্ন করা (‘বাঘেরে তোর রাগিয়ে দে রে’: স. দ.)।
☐ বিণ. উক্ত অর্থে।
Leave a Reply