রাঁধা [ rān̐dhā ] ক্রি. রন্ধন বা রান্না করা, পাক করা।
☐ বি. রন্ধন রান্না (সারাদিন রাঁধাবাড়া নিয়ে আছে)।
☐ বিণ. রন্ধিত, রান্না করা হয়েছে এমন (রাঁধা তরকারি)।
[সং. √ রধ্ + বাং. আ]।
রাঁধানো ক্রি. বি. রান্না করানো।
☐ বিণ. উক্ত অর্থে।
রাঁধাবাড়া বি. রান্না ও পরিবেশন।
Leave a Reply