রসা১ [ rasā ] বি. পৃথিবী (রসাতল)।
[সং. √ রস্ + অ + আ]।
রসা২ [ rasā ] বিণ.
১. রসযুক্ত
২. প্রচুর রস আছে এমন (রসা মাছ, রসা কাঁঠাল)।
☐ বি. মাছ মাংস প্রভৃতির অল্প ঝোলযুক্ত ব্যঞ্জনবিশেষ (মাছের মাথা দিয়ে রসা রান্না)।
☐ ক্রি.
১. রসযুক্ত হওয়া (মাটি রসেছে);
২. সর্দিতে ভারাক্রান্ত হওয়া (চোখমুখ রসেছে)।
[সং. রস + বাং. আ]।
রসানো ক্রি. বি.
১. রসযুক্ত করা;
২. আর্দ্র কোমল বা রসভাবযুক্ত করা।
☐ বিণ. উক্ত অর্থে।
Leave a Reply