রন্ধ্র [ randhra ] বি.
১. ছিদ্র, গর্ত (রন্ধ্রে প্রবেশ করা);
২. ত্রুটি, দোষ;
৩. ফাঁক (নীরন্ধ্র অন্ধকার);
৪. (জ্যোতিষ.) রাশিচক্রে লগ্ন থেকে অষ্টম স্হান, বিনাশস্হান।
[সং. √ রধ্ + র ন্ আগম]।
রন্ধ্রগত শনি (জ্যোতিষ.) রাশিচক্রে লগ্ন থেকে অষ্টম স্হানে শনিগ্রহের অবস্হান, যা জাতকের মৃত্যু সূচিত কর।
রন্ধ্রে রন্ধ্রে ক্রি-বিণ. প্রতিটি জায়গায়, ছোটোবড়ো সব জায়গায়, সর্বত্র (রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি)।
Leave a Reply