রটা [ raṭā ] বি. ক্রি.
১. প্রচারিত বা রাষ্ট্র হওয়া (যা রটে তা বটে);
২. বলা (‘রামপ্রসাদ রটে ব্রহ্মময়ী সর্বঘটে’: রা. প্র.)।
[সং. √ রট্ + বাং. আ]।
রটানো ক্রি. বি.
১. প্রচার করা (‘মার আহ্বানবাণী রটাও ভুবন মাঝে’: রবীন্দ্র);
২. (নিন্দাচ্ছলে) রাষ্ট্র করা (এই কথাটা রটিয়ে বেড়াচ্ছে?)।
☐ বিণ. উক্ত অর্থে।
Leave a Reply