রঞ্জন [ rañjana ] বি.
১. রং করা, রঞ্জিত করা (বস্ত্ররঞ্জন);
২. তুষ্টিসম্পাদন, আনন্দদান (মনোরঞ্জন, প্রজারঞ্জন)।
☐ বিণ.
১. প্রীতিকর (‘সুন্দর, হৃদিরঞ্জন তুমি’: রবীন্দ্র);
২. আনন্দদায়ক (নয়নরঞ্জন রূপ)।
[সং. √ রঞ্জ্ + ণিচ্ + অন]।
রঞ্জক বিণ.
১. রংকারী, যে রঞ্জিত করে (রঞ্জকসাবান);
২. অনুরাগ-উত্পাদনকারী;
৩. √ প্রীতিকর।
☐ বি. রঞ্জকদ্রব্য।
স্ত্রী. রঞ্জিকা।
রঞ্জকদ্রব্য বি. যে বস্তুর সাহায্যে রং করা হয়।
রঞ্জনী বিণ. (স্ত্রী.) ১. প্রীতিদায়িনী ২. যা দিয়ে রাঙানো হয় (নখরঞ্জনী)।
রঞ্জিত বিণ. ১. রঞ্জন করা হয়েছে এমন, সন্তোষিত ২. চিত্রিত (অরুণরাগরঞ্জিত)।
স্ত্রী. রঞ্জিতা।
Leave a Reply