রজত [ rajata ] বি. রুপো।
☐ বিণ. সাদা, শ্বেতকায় (রজতগিরি, রজতকান্তি)।
[সং. √ রঞ্জ্ + অত]।
রজতকান্তি বি. বিণ.
১. রূপোর মতো শুভ্র বা সুন্দর;
২. সাদা।
☐ বি.
১. রুপোর মতো সৌন্দর্য;
২. অতিশয় শুভ্র বর্ণ।
রজতগিরি বি. (শুভ্র তুষারে আবৃত বলে) কৈলাসপর্বত।
রজতজয়ন্তী বি. কোনো সংস্হা বা প্রতিষ্ঠানের পঁচিশ বত্সর পূর্তি উপলক্ষ্যে উত্সব।
রজতদ্যুতি বি. রুপোর শুভ্র উজ্জলতা।
রজতবর্ণ বি. রুপোর মতো সাদা রং।
☐ বিণ. রুপোর মতো উজ্জ্বল শুভ্র বর্ণবিশিষ্ট।
রজতরেখা বি. সাদা দাগ, রুপালি দাগ (‘জ্যোত্স্নার রজতরেখা’: রবীন্দ্র)।
Leave a Reply