রগড়া [ ragaḍ়ā ] ক্রি. রগড়ানো।
☐ বি. পেষণ, মর্দন।
[রগড়১ দ্র তু. হি. রগড়ানা]
রগড়ানি বি. ঘষাঘষি।
রগড়ানো ক্রি. বি. পেষণ বা মর্দন বা ঘর্ষণ করা।
☐ বিণ. উক্ত সব অর্থে।
রগড়ারগড়ি বি.
১. পরস্পর বা ক্রমাগত রগড়ানি, ঘষাঘষি;
২. (আল.) বহু বোঝাপড়া;
৩. (আল.) দর-কষাকষি;
৪. বহুল ব্যবহার (রগড়ারগড়িতে জামাকাপড় নষ্ট হয়ে গেছে);
৫. একই বিষয়ের অত্যধিক আলোচনা।
Leave a Reply