রঙ্গ১ [ raṅga ] বি.
১. রং-এর প্রাচীন রূপ;
২. রঞ্জকদ্রব্য;
৩. নৃত্যগীতাভিনয় (রঙ্গমঞ্চ);
৪. ক্রীড়াপ্রতিযোগীতা, দ্বন্দ্ব, যুদ্ধ (রঙ্গভূমি);
৫. লীলায়িত হাবভাব বা ভঙ্গি, লীলা;
৬. ভঙ্গি, ধরন;
৭. নাট্যশালা;
৮. রণভূমি;
৯. (বিরল) দস্তা;
১০. রাং।
[সং. √ রঞ্জ্ + অ]।
রঙ্গভূমি বি.
১. রণস্হল;
২. ক্রীড়াপ্রতিযোগিতার স্হান;
৩. মল্লভূমি, কুস্তির আখড়া;
৪. নাট্যশালা।
রঙ্গমঞ্চ বি. যে মঞ্চের উপর অভিনয় করা হয়, স্টেজ।
রঙ্গশালা বি. অভিনয়গৃহ, থিয়েটার।
রঙ্গস্হল-রঙ্গভূমি -র অনুরূপ।
রঙ্গালয় বি. নাট্যশালা, থিয়েটার।
রঙ্গ২ [ raṅga ] বি.
১. কৌতুক (‘যাঁর নানা রঙের রঙ্গ, মোরা তাঁরি রসের রঙ্গী’: রবীন্দ্র);
২. তামাশা, পরিহাস, ঠাট্টা (রঙ্গ করা);
৩. রগড়, মজা (দাঁড়িয়ে দাঁড়িয়ে রঙ্গ দেখা);
৪. আমোদ, আনন্দ (রঙ্গে মাতা)।
[ফা. রংগ]।
রঙ্গচিঙ্গা বি.
১. যে-বালক রঙ্গ দেখতে ভালোবাসে;
২. চ্যাংড়া ছেলে।
রংঢং, (বর্জি.) রঙঢঙ বি. হাস্যপরিহাস।
রঙ্গদার বিণ. মজাদার।
রঙ্গপ্রিয় বিণ. কৌতুকপ্রিয়, হাস্যপরিহাস করতে ভালোবাসে এমন।
বি.রঙ্গপ্রিয়তা।
রঙ্গভঙ্গ বি. কৌতুকজনক অঙ্গভঙ্গি।
রঙ্গমহল, (চলিত) রংমহল, রঙমহল বি.
১. নৃপতিদের বিলাসভবন;
২. আনন্দনিকেতন।
রঙ্গরস বি. হাস্যকৌতুক, আমোদপ্রমোদ।
রঙ্গরঙ্গিণী বিণ. (স্ত্রী.) রঙ্গপ্রিয়া কৌতুকময়ী লীলাময়ী বা লীলামত্তা (রণরঙ্গিণী মূর্তি)।
রঙ্গরঙ্গী (-ঙ্গীন্) বিণ. রঙ্গরঙ্গিণী -র পুংলিঙ্গ।
Leave a Reply