রক্ষা [ rakṣā ] বি.
১. উদ্ধার, পরিত্রাণ (‘বিপদে মোরে রক্ষা কর’: রবীন্দ্র);
২. অব্যাহতি, নিষ্কৃতি, নিস্তার, বাঁচোয়া (টাকা ছিল তাই রক্ষা);
৩. নষ্ট হতে না দেওয়া, সংরক্ষণ (সম্পত্তিরক্ষা, স্বাস্হ্যরক্ষা, সম্মানরক্ষা);
৪. পালন (প্রতিজ্ঞারক্ষা, নিয়মরক্ষা);
৫. তত্বাবধান (উদ্যানরক্ষা)
৬. প্রহরা, পাহারা (দ্বাররক্ষা);
৭. প্রতিরক্ষা (দুর্গরক্ষা)।
☐ ক্রি. (কাব্যে) রক্ষা করা (‘কে রক্ষিবে তোরে’: মধু.)।
[সং. √ রক্ষ্ + অ + আ]।
রক্ষাকবচ বি.
১. বিপদ এড়ানোর জন্য ধারনীয় মন্ত্রপূত কবচ;
২. (আল.) অপেক্ষাকৃত দুর্বল শ্রেণির রক্ষাকল্পে সরকার কর্তৃক নির্দিষ্ট বিধিব্যবস্হা, safeguard.
রক্ষাকর্তা বি. বিণ. রক্ষাকারী।
রক্ষাকালী বি. রোগ মহামারী দুর্ভিক্ষ প্রভৃতি থেকে পরিত্রাণলাভের জন্য যে-কালীমূর্তির উপাসনা করা হয়।
রক্ষাবন্ধন বি. রাখিবন্ধন।
রক্ষামন্ত্র বি.
১. যে-মন্ত্র জপ করলে বিপদ এড়ানো যায়;
২. রক্ষা পাবার উপায়।
রক্ষিত বিণ.
১. রক্ষা করা বা রাখা হয়েছে এমন;
২. পরিত্রাত;
৩. পালিত (নিয়মগুলি রক্ষিত হয়েছে)।
রক্ষিতা বি.
১. রক্ষক, রক্ষাকর্তা;
২. (বাং.) পালিতা উপপত্নী।
☐ বিণ. রক্ষাকারী।
Leave a Reply