রক্ষণ [ rakṣaṇa ] বি. রক্ষা বা রক্ষা করা (রক্ষণ ও আক্রমণে সমান দক্ষ)।
☐ বিণ. রক্ষক (‘রাক্ষসকুলরক্ষণ’: মধু.)।
[সং. √ রক্ষ্ + অন।
রক্ষক বিণ. বি.
১. যে রক্ষা করে, রক্ষাকর্তা (ধর্মরক্ষক);
২. তত্ত্বাবধায়ক (উদ্যানরক্ষক);
৩. প্রহরী (দ্বাররক্ষক);
৪. ত্রাণকর্তা।
স্ত্রী. রক্ষিকা।
রক্ষকতা বি. রক্ষণশীল মনোভাব।
রক্ষণশীল বিণ. পুরাতনকে রক্ষা করার বা টিকিয়ে রাখার পক্ষপাতী এবং নূতনের বিরোধী, প্রাচীনপন্হী, conservative.
বি.রক্ষণশীলতা।
রক্ষণাবেক্ষণ বি. তত্বাবধান ও রক্ষা, সযত্নে রক্ষা।
রক্ষণীয় বিণ. রক্ষা করার যোগ্য।
Leave a Reply