রকম [ rakama ] বি.
১. প্রকার (নানারকম জিনিস);
২. ধরন, রীতি (কীরকম বই?);
৩. হাবভাব (ছেলেটার রকমটা দেখলে?)।
☐ বিণ. প্রায় (চার আনা রকম সম্পত্তি)।
[আ. রক্ম্]।
রকমফের বি.
১. অবস্হান্তর, ভিন্ন অবস্হা (টাকা পেলেও তার অবস্হার রকমফের হবে না);
২. তফাত, পার্থক্য, তারতম্য;
৩. প্রকারভেদ (খাবারের রকমফের হলে মুখে রুচি আসবে)।
রকমসকম বি. ভাবভঙ্গি হাবভাব চালচলন।
রকমারি বিণ. নানা রকমের, নানান; বিভিন্ন (রকমারি খেলনা)।
Leave a Reply