রোজ [ rōja ] বি.
১. তারিখ (সাতই রোজ);
২. দিন (তিন রোজ);
৩. দৈনিক মজুরি (দু-টাকা রোজে কাজ);
৪. দৈনিক জোগান (দুধ রোজ করা)।
☐ ক্রি-বিণ. প্রতিদিন (রোজ সকালে বেড়াতে যায়)।
[ফা. রোজ্]।
রোজকার বিণ. প্রতিদিনের (এ তো আমার রোজকার কাজ)।
রোজ রোজ ক্রি-বিণ প্রত্যহ, প্রতিদিন, নিত্য।
রোজ কেয়ামত বি. ইসলাম-শাস্ত্রানুযায়ী মৃতদের শেষবিচারের দিন।
Leave a Reply