রোষ [ rōṣa ] বি. ক্রোধ, কোপ, রাগ (রোষকষায়িত নেত্র)।
[সং. √ রুষ্ + অ]।
রোষকষায়িত বিণ. ক্রোধে আরক্ত।
রোষণ বি. কোপ, ক্রোধন, রেগে যাওয়া।
রোষাগ্নি, রোষানল বি. ক্রোধের তেজ জ্বালা বা দাহ; তীব্র ক্রোধ।
রোষাবিষ্ট বিণ. ক্রুদ্ধ হয়েছে এমন।
স্ত্রী. রোষাবিষ্টা।
রোষিত বিণ. রাগানো হয়েছে এমন, কোপিত।
Leave a Reply