রোদ [ rōda ] বি. রৌদ্র -র কথ্য রূপ (‘রোদের ঝিকিমিকি’: রবীন্দ্র)।
রোদ ওঠা ক্রি. বি.
১. সূর্যালোক প্রকাশ পাওয়া;
২. মেঘ বা অন্ধকার কেটে গিয়ে সূর্যের আলো দেখা দেওয়া।
রোদ পড়া ক্রি. বি. রোদের তেজ বা প্রখরতা কমে যাওয়া, বিকাল হওয়া (রোদ পড়লে বাড়ি থেকে বেরিয়ো)।
রোদ পোহানো ক্রি. বি. (প্রধানত শীতের সময়) রোদের তাপ উপভোগ করা।
রোদে দেওয়া ক্রি. বি. সূর্যতাপে শুকানোর জন্য মেলে দেওয়া।
রোদে পোড়া ক্রি. বি. রোদের তাপে কষ্ট পাওয়া।
Leave a Reply