রাখাল [ rākhāla ] বি. গোরু চরানো ও তত্বাবধান করা যার কাজ, গোরক্ষক।
[হি. রাখবল]।
রাখালরাজ বি. শ্রীকৃষ্ণ।
রাখালি বি. ১. রাখালের কাজ বা পেশা; ২. রাখালের মজুরি।
রাখালিয়া বিণ. ১. রাখালসম্বন্ধীয়; ২. রাখালসুলভ; ৩. রাখালের (রাখালিয়া বাঁশি)।
Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)
Leave a Reply