রণন [ raṇana ] বি.
১. শব্দিতকরণ, শব্দ করা;
২. (বাং.) রনরন শব্দ, ঝঙ্কার (সুরের রণন)।
[সং. √ রণ্ + অন]।
রণা ক্রি. (কাব্যে) শব্দ করা; ঝঙ্কার করা (‘ঝঙ্কার ধ্বনি রণিল কঠিন শৃঙ্খলে’: রবীন্দ্র)।
রণিত বিণ. শব্দিত; ঝঙ্কৃত।
☐ বি. শব্দ।
Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)
Leave a Reply