রঞ্জক১ [ rañjaka ] বি. বারুদ।
[দেশি]।
রঞ্জকঘর বি. ১. সেকালের কামান বন্দুকাদির যে অংশে বারুদ পোরা হত; ২. বারুদঘর।
রঞ্জক২ [ rañjaka ] বিণ.
১. রংকারী, যে রঞ্জিত করে (রঞ্জকসাবান);
২. অনুরাগ-উত্পাদনকারী;
৩. √ প্রীতিকর।
☐ বি. রঞ্জকদ্রব্য।
স্ত্রী. রঞ্জিকা।
Leave a Reply