যশ [ yaśa ] (যশস্, যশঃ) বি. কীর্তি, খ্যাতি।
[সং. √ অশ্ + অস্ য্ আগম]।
যশকীর্তন, যশঃ-কীর্তন বি. খ্যাতি বা গৌরব প্রচার।
যশস্কর, যশস্য বিণ. যশস্বী বা কীর্তিমান করে এমন, খ্যাতিজনক।
যশস্কাম বিণ. খ্যাতি কামনা করে এমন।
যশস্বান, যশস্বী (-স্বিন্), যশোধন বিণ. কীর্তিমান, খ্যাতিসম্পন্ন।
স্ত্রী.যশস্বতী, স্বিনী।
যশাকাঙ্ক্ষা বি. খ্যাতির আকাঙ্ক্ষা বা আশা।
যশোগাথা, যশোগীতি, যশোগান বি. কীর্তির বর্ণনাপূর্ণ সংগীত।
যশোদ বিণ. কীর্তিদায়ক, যশস্কর।
☐ বি. পারদ।
যশোদা বিণ. (স্ত্রী.) খ্যাতিদায়িনী।
☐ বি. শ্রীকৃষ্ণের পালিকা মাতা, নন্দের স্ত্রী।
যশোদানন্দন বি. শ্রীকৃষ্ণ।
যশোধন বিণ বিখ্যাত, যশস্বী।
যশোভাক (-ভাজ্) বিণ. যশ বা খ্যাতির অংশীদার।
যশোভাগ্য বি. যশোলাভের সৌভাগ্য।
যশোমতী বি. যশোদা।
যশোরাশি বি. বহু যশ।
যশোলিপ্সা বি. খ্যাতির লোভ।
যশোহানি বি. খ্যাতিনাশ, অখ্যাতি।
Leave a Reply