যেমন [ yēmana ] বিণ.
১. যেরূপ, যেমন (যেমন কুকুর তেমনি মুগুর);
২. যথা, উদাহরণস্বরূপ (জলবেষ্টিত ভূভাগকে দ্বীপ বলে, যেমন শ্রীলঙ্কা)।
☐ ক্রি-বিণ. যেইমাত্র (যেমন বলা অমনি বৃষ্টি শুরু হয়ে গেল)।
☐ অব্য. বিস্ময়সূচক (তুমিও যেমন)।
[বাং. যে + মন (সাদৃশ্যার্থে)]।
যেমনই বিণ. যে-রকমই (লেখা যেমনই হোক, আমাকে দেখিয়ো)।
যেমন-তেমন বিণ.
১. যে-কোনো রকম (যেমন-তেমন করে লেখাটা শেষ কোরো);
২. সামান্যরকম, সাধারণ (যেমন-তেমন লোক নয়)।
যেমনি ক্রি-বিণ. যেইমাত্র (যেমনি বলেছি অমনি রেগে কাঁই)।
Leave a Reply