যান্ত্রিক [ yāntrika ] বিণ.
১. যন্ত্রসম্বন্ধীয় (যান্ত্রিক গোলযোগ);
২. যন্ত্রবিশারদ, যন্ত্রনির্মাণে বা যন্ত্রচালনে দক্ষ।
☐ বি. যন্ত্রচালক (‘যান্ত্রিক না হলে যন্ত্র কেমন করে বাজে?’: বি. গু.)।
[সং. √ যন্ত্র্ + ইক।
যান্ত্রিক শক্তি – যন্ত্রের শক্তি, যন্ত্রশক্তি।
যান্ত্রিক সভ্যতা – আবিস্কৃত বিভিন্ন যন্ত্রের সাহায্যে যে সভ্যতা গড়ে উঠেছে।
বি. যান্ত্রিকতা।
Leave a Reply