মনু [ manu ] বি.
১. ব্রহ্মার চতুর্দশ পুত্রের অন্যতম;
২. মনুষ্যজাতির আদিপুরুষ হিসাবে পরিগণিত বৈবস্বত নামক পৌরাণিক পুরুষবিশেষ;
৩. বিধানকর্তা ও শাস্ত্রপ্রণেতা মুনিবিশেষ।
[সং. √ মন্ + উ]।
মনুজ বি. মনুর সন্তান, মানুষ।
মনুজেন্দ্র বি. রাজা।
মনুসংহিতা বি. মনু-প্রণীতা মনুষ্যজাতির অবশ্যপালনীয় আচরণ-সংক্রান্ত গ্রন্থ।
Leave a Reply