মাত্র [ mātra ] বি.
১. পরিমাণ;
২. অবধারণ (মাত্র দুদিন দেরি);
৩. সাকল্য, তত্সমূহ।
☐ (বাং.) বিণ.
১. পরিমিত (ক্ষণমাত্র, দু-সের মাত্র);
২. শুধু, কেবল (মাত্র একটা, মাত্র এক ছেলে)।
☐ ক্রি-বিণ. (বাং.) সঙ্গে দেখামাত্র, যাওয়ামাত্র)।
☐ অব্য. প্রত্যেক (মনুষ্যমাত্রেই)।
[সং. √ মা + ত্র]।
Leave a Reply