মিয়নো [ miẏanō ] ক্রি. বি.
১. নরম হয়ে যাওয়া, মুচমুচে না থাকা (মুড়ি মিয়নো, বিস্কুট মিইয়ে গেছে);
২. নিরুদ্যম হয়ে পড়া (হতাশায় মিয়নো);
৩. মন্দীভূত হওয়া (উত্সাহ মিয়নো)।
[বাং, √মিয়া]।
☐ বিণ. উক্ত সব অর্থে।
মিইয়ে যাওয়া ক্রি. বি. মিয়নো (মুড়ি মিইয়ে গেছে)।
Leave a Reply