মিহি [ mihi ] বিণ.
১. সূক্ষ্ম (মিহি জাল);
২. পাতলা (মিহি কাপড়);
৩. সরু (মিহি চাল); ৪. অতি ক্ষুদ্র (মিহি দানা);
৫. ভালোভাবে চূর্ণিত (মিহি গুঁড়ো);
৬. মৃদু, মৃদুসুরযুক্ত (মিহি গলা)।
[ফা. মহীন্]।
মিহিদানা বি. মিঠাইবিশেষ, মোতিচুর।
Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)
Leave a Reply