মুগ্ধ [ mugdha ] বিণ.
১. মোহগ্রস্ত (মন্ত্রমুগ্ধ);
২. মোহিত, বিহ্বল, আত্মাহারা, বিভোর (মুগ্ধনয়নে, রূপে মুগ্ধ, গুণমুগ্ধ);
৩. বশীভূত (মিষ্টি কথায় মুগ্ধ);
৪. মূঢ়, মূর্খ (মুগ্ধবোধ);
৫. সরল (মুগ্ধভাব)।
[সং. √মুহ্ + ত]।
বি. মুগ্ধতা।
মুগ্ধা বিণ. মুগ্ধ -র স্ত্রীলিঙ্গে।
☐ বি.
১. নায়কের প্রতি একান্ত বিশ্বাসপরায়ণা নায়িকা;
২. সরলা বালিকা।
Leave a Reply