মুনশি [ munaśi ] বি. ১. কেরানি; ২. লেখক, লিপিকর; ৩. উর্দুশিক্ষক; ৪. বিদ্বান।
[আ. মুন্শী]।
মুনশিগিরি বি. মুনশির কাজ বা পেশা।
মুনশিয়ানা বি ১. দক্ষতা বা পটুতা; ২. পাণ্ডিত্য; ৩. লেখার কাজে পটুতা।
খাসমুনশি বি. নিজস্ব বা ব্যক্তিগত কেরানি; প্রাইভেট সেক্রেটারি।
Leave a Reply