মুরি, মুড়ি [ muri, muḍ়i ] বি. (আঞ্চ.) নর্মদা।
[দেশি.]।
মুড়ি1 [ muḍ়i1 ] বি. তপ্ত বালিতে ভাজা চাল, তপ্ত বালিতে চাল ভেজে প্রস্তুত হালকা খাবার বিশেষ।[ধ্বন্যা. তু. মুড়মুড়]।
মুড়ি2 [ muḍ়i2 ] বি. 1 বস্ত্রাদি ভাঁজ করার কিনারা (মুড়ি সেলাই); 2 আবরণ, ঢাকনা (লেপমুড়ি দেওয়া)। [মুড়া1 দ্র]।
মুড়ি3 [ muḍ়i3 ] বি. 1 মুণ্ড, মাথা (পাঁঠার মুড়ি, মাছের মুড়ি); 2 প্রথম প্রান্তের অংশ (চেকমুড়ি)।
[বাং. মুড়া 2 + ই তু. মুণ্ডি]।
মুড়িঘন্টা বি. মাছের মুড়ো ডাল ইত্যাদি দিয়ে প্রস্তুত ব্যঞ্জনবিশেষ।
Leave a Reply