ম্লেচ্ছ [ mlēccha ] বি.
১. অনার্য জাতি;
২. যবন;
৩. বৈদেশিক জাতি;
৪. চণ্ডালাদি অন্ত্যজ শ্রেণি;
৫. অহিন্দু।
☐ বিণ.
১. অনার্যসুলভ;
২. যবনিক;
৩. পাপিষ্ঠ, কদাচারী।
[সং. √ ম্লেচ্ছ্ + অ]।
ম্লেচ্ছাচার বি.
১. ম্লেচ্ছের মতো আচরণ;
২. কদাচার।
ম্লেচ্ছাচারী (-রিন্) বিণ. ম্লেচ্ছাচার বা কদাচার করে এমন।
Leave a Reply