বংশ1 [ baṃśa1 ] বি.
1 বাঁশ;
2 বাঁশি;
3 পিঠের দাঁড়া (পৃষ্ঠবংশ)।
[সং. √ বম্ + শ]।
বংশদণ্ড বি. বাঁশের লাঠি।
বংশপত্র বি. বাঁশপাতা।
বংশলোচন বি. বাঁশের মধ্যে উত্পন্ন কর্পূরের মতো সাদা দ্রব্যবিশেষ, বংশরোচনা।
বংশ2 [ baṃśa2 ] বি.
1 পুরুষপরম্পরা (বংশানুক্রমে);
2 কুল, গোষ্ঠী, গোত্র (একই বংশের সন্তান);
3 সন্তানসন্ততি (বংশরক্ষা, নির্বংশ)।
[সং. √ বম্ + শ]।
বংশকৌলীন্য বি. বংশমর্যাদা, উঁচু বংশের গৌরব।
বংশগত বিণ. পুরুষানুক্রমে প্রাপ্ত (বংশগত রোগ); বংশের বৈশিষ্ট্যস্বরূপ।
বংশগতি বি. বংশানুক্রমে দৈহিক ও মানসিক বৈশিষ্ট্যের সংক্রমণ, heredity (বি. প.)।
বংশচরিত বি. বংশের ইতিহাস।
বংশচ্যুত বিণ. বংশ থেকে বিচ্যুত।
বংশজ বিণ. 1 বংশে জাত; 2 সদ্বংশীয়; 3 কুলভ্রষ্ট কুলীন, মৌলিক।
বংশতিলক বি. বিণ. বংশের গৌরব বা গৌরবস্বরূপ।
বংশধর বি. যে কুলের অস্তিত্ব বজায় রাখে, বংশের পরবর্তী সন্তান; সন্তান।
বংশনাশ, বংশক্ষয়, বংশধ্বংস, বংশলোপ বি. বংশের অবলুপ্তি।
বংশপরম্পরা বি. বংশের ধারা।
বংশবৃদ্ধি বি. বংশের সন্তানদের জন্ম; বংশধরদের সংখ্যাবৃদ্ধি।
বংশমর্যাদা বি. বংশের ঐতিহ্য অনুযায়ী প্রাপ্য সম্মান, আভিজাত্য।
বংশরক্ষা বি. সন্তানের জন্মদান করে বংশকে অব্যাহত রাখা।
বংশলতা বি. শাখাপ্রশাখাক্রমে বিন্যস্ত বংশতালিকা।
বংশে বাতি দেওয়া ক্রি. বি.
1 মৃত পিতৃপুরুষদের আত্মার মঙ্গল কামনায় কার্তিক মাসের পিতৃপক্ষে আকাশপ্রদীপ জ্বালা;
2 (আল.) বংশধররূপে বংশ বাঁচিয়ে রাখা।
বংশীয়, বংশ [ baṃśīẏa, baṃśya ] বিণ.
১. বংশে জাত, বংশে জন্ম হয়েছে এমন (চন্দ্রবংশীয়);
২. বংশসম্বন্ধীয়।
[সং. বংশ + ঈয়, য]।
Leave a Reply