ফেরত [ phērata ] বি.
১. প্রত্যর্পণ (বই ফেরত, টাকা ফেরত);
২. পরিশোধ (তোমার বিদ্রুপ তোমাকেই ফেরত দিল);
৩. প্রত্যাবর্তন, ফিরে আসা।
☐ বিণ.
১. প্রত্যর্পিত (ফেরত টাকা);
২. উদ্দিষ্ট ব্যক্তিকে না পেয়ে ফিরে এসেছে এমন (মানি-অর্ডার ফেরত এসেছে);
৩. প্রত্যাগত (বিলেতফেরত);
৪. অব্যবহিত পরেই ফিরে আসবে এমন (ফেরত ডাক)।
[হি. ফির্ + বাং. অত]।
Leave a Reply