কোন সুদূর অতীতে দেখেছিলাম
ঊষার প্রথম সূর্য
আজ আর মনে নেই—
অনেক দিন তো পেরিয়ে এলাম
সেই ট্রাংক রোড জীর্ণশীর্ণ
হারিয়ে গেছে অগ্রজের কোল
উধাও হয়েছে পাদ্রীকুঠি।
চিনতে পারি না পাঁচগাছিয়া,
সবুজ তরুতে ঢাকা লাল সুরকির পথ
যেখানে তুলেছিলাম ছোট্ট মুঠি।
পান করেছি মাতৃস্তন
করেছি রৌদ্রস্নান
শীত অপরাহ্নে দুলেছি দোলনায়
শুনেছি গান,
ছেলে ঘুমাল, পাড়া জুড়াল
বর্গী এল দেশে—
বাবার কণ্ঠে শুনতে শুনতে
ঘুমিয়ে গেছি শেষে।
লেখার টেবিলে বাবা
হাতে অডিট পেন্সিল
লালনীল,
ছবি আঁকেন নৌকা নদী,
তাই দেখে আঁকাআঁকি রঙ নিয়ে
যদি নজরে আসে ছবি—
বাবার কলম, জামা ও জুতোয়
পা গলিয়ে হেঁটে চলি নানান ছুতোয়।
আমি যখন বাবার মতো হবো
লালনীল কলমে ছবি আঁকব
কল্পনার দিনগুলো স্বপ্নমাখা
রৌদ্রঝরা, বৃষ্টি ঝরা শীত কুয়াশা
দিনগুলো স্বপ্নময়, আনন্দময়
এত অল্পেতে কেন যে ফুরোয়
[জন্ম: ৯ মার্চ ১৯৩২]
সূত্র: দৈনিক প্রথম আলো, মার্চ ১১, ২০১১
Leave a Reply