পেষা [ pēṣā ] বি. পেষণ, মর্দন (গম পেষা)।
[সং. √ পিষ্ + বাং. আ]।
পিষা, পেষা [ piṣā, pēṣā ] ক্রি. বি.
1 বাটা (মশলা পেষা, জাঁতায় পেষা);
2 দলিত করা, মর্দিত বা মর্দন করা;
3 চূর্ণিত করা;
4 (আল.) পীড়ন করা (আমাকে একেবারে পিষে মারছে)।
[সং. √ পিষ্ + বাং. আ]।
পিষানো, পেষানো ক্রি. বি. অন্যের দ্বারা পেষাই করা।
Leave a Reply