পার্বত, (অশু. কিন্তু প্রচলিত) পার্বতীয় [ pārbata, pārbatīẏa ] বিণ.
১. পর্বত সম্বন্ধীয় (পার্বত উপজাতি);
২. পর্বতময় (পার্বতীয় অঞ্চল);
৩. পর্বতবাসী;
৪. পর্বতে জাত;
৫. পাহাড়িয়া।
[সং. পর্বত + অ, ঈয় (?)]।
পার্বত্য [ pārbatya ] (বাংলায় অধিকতর প্রচলিত) বিণ. পার্বত ও পার্বতীয় -র রূপভেদ।
Leave a Reply