প্রদক্ষিণ [ pradakṣiṇa ] বি.
১. হিন্দু আচার অনুযায়ী দেবমূর্তি বা পূজ্য ব্যক্তিকে দক্ষিণে রেখে পরিভ্রমণ;
২. (বাং.) পরিবেষ্টন;
৩. (বাং.) আবর্তন, চতুর্দিকে পরিভ্রমণ (সূর্যকে প্রদক্ষিণ করে);
৪. উপাসনা, বন্দনা।
☐ বিণ. অতিশয় অনুকূল।
[সং. প্র + দক্ষিণ]।
Leave a Reply