প্রপঞ্চ [ prapañca ] বি.
১. বিস্তার;
২. মায়া (সৃষ্টিপ্রপঞ্চ);
৩. প্রবঞ্চনা (মায়াপ্রপঞ্চ);
৪. সংসার;
৫. ভ্রম (এ বিশ্ব সংসার সবই প্রপঞ্চময়);
৬. অসত্য (প্রপঞ্চবচন);
৭. সমূহ।
[সং. প্র + √ পঞ্চ্ + অ]।
প্রপঞ্চিত বিণ.
১. বিস্তীর্ণ;
২. ভ্রান্তিযুক্ত;
৩. বিস্তৃতভাবে বিবৃত।
প্রপঞ্চময় বিণ. মায়াময়, প্রবঞ্চনাময়।
Leave a Reply