প্রভাব [ prabhāba ] বি.
১. প্রভুশক্তি, প্রভুত্ব, প্রতাপ, influence;
২. অসাধারণ শক্তি;
৩. চালিত বা পরিবর্তিত করার ক্ষমতা (দেহের উপর মনের প্রভাব)।
[সং. প্র + √ ভূ + অ]।
প্রভাবশালী (-লিন্) বিণ. প্রভাবসম্পন্ন, প্রভাব আছে এমন।
প্রভাবান্বিত বিণ. প্রভাব আছে এমন।
প্রভাবিত বিণ. অন্যের প্রভাবের দ্বারা আচ্ছন্ন বা বশীভূত; অন্যের প্রভাবের দ্বারা চালিত।
Leave a Reply