প্রশম [ praśama ] বি.
১. শান্তি;
২. উপশম, সাময়িক শান্তি।
[সং. প্র + √ শম্ + অ]।
প্রশমন বি.
১. শান্ত বা নিবৃত্ত বা সংযত করা;
২. নিবারণ;
৩. দমন;
৪. শান্তি (শোকপ্রশমন, দুঃখপ্রশমন, ক্রোধপ্রশমন)।
প্রশমিত বিণ.
১. নিবারিত;
২. শান্ত বা সংযত করা হয়েছে এমন (ক্রোধ প্রশমিত হয়েছে);
৩. (রসা.) ক্ষার বা অম্ল নয় এমন, neutral (বি. প.)।
Leave a Reply